Thursday, February 13, 2020

রেমা কালেঙ্গা যেন প্রকৃতির সাথে মিতালী


রেমা কালেঙ্গা যেন প্রকৃতির সাথে মিতালী  


     রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য। এটি একটি শুকনো চিরহরিৎ বন এবং সুন্দরবনের পর বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বনভূমি। ছাড়াও এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জীব উদ্ভিদ বৈচিত্র্যে দেশের সবচেয়ে সমৃদ্ধ বনাঞ্চল।

 অবস্থান আয়তন

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় এর অবস্থান। রেমাকালেঙ্গা অভয়ারণ্য ১৯৮২ সালে প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীতে ১৯৯৬ সালে এটির আরো সম্প্রসারণ করা হয়। বর্তমানে (২০০৯) এই অভয়ারণ্যের আয়তন ১৭৯৫.৫৪ হেক্টর। বাংলাদেশের যে কয়েকটি প্রাকৃতিক বনভূমি এখনো মোটামু্টি ভালো অবস্থায় টিকে আছে, রেমা-কালেঙ্গা তার মধ্যে অন্যতম। রাজধানী ঢাকা থেকে সড়রপথে এর দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার। হবিগঞ্জ জেলায় বনবিভাগের কালেঙ্গা রেঞ্জের তিনটি বিট: কালেঙ্গা, রেমা আর ছনবাড়ী নিয়ে এই অভয়ারণ্য গঠিত। তবে নির্বিচারে গাছ চুরি বন ধ্বংসের কারণে বনভূমির অস্তিত্বও বর্তমানে ধ্বংসের মুখে।

 

জীব উদ্ভিদবৈচিত্র্য

রেমাকালেঙ্গা অভয়ারণ্য বিরল প্রজাতির জীববৈচিত্র্যেসমৃদ্ধ। বর্তমানে এই বনে ৩৭ প্রজাতির স্তন্যপায়ী, ১৬৭ প্রজাতির পাখি, সাত প্রজাতির উভচর, ১৮ প্রজাতির সরীসৃপ ৬৩৮ প্রজাতির গাছপালা-লতাগুল্ম পাওয়া যায়। বিভিন্ন বিরল প্রজাতির পাখির জন্য এই বন সুপরিচিত এবং এদের মধ্যে রয়েছেভীমরাজ, টিয়া, হিল ময়না, লাল মাথা কুচকুচি, সিপাহি বুলবুল, বসন্তবৌরি, শকুন, মথুরা, বনমোরগ, পেঁচা, মাছরাঙা, ঈগল, চিল প্রভৃতি।

 

এই বনে তিন প্রজাতির বানরের বাস, এগুলো হল: উল্টোলেজি বানর, রেসাস নিশাচর লজ্জাবতী বানর। তাছাড়া এখানে পাঁচ প্রজাতির কাঠবিড়ালি দেখা যায়। এর মধ্যে বিরল প্রজাতির মালয়ান বড় কাঠবিড়ালি একমাত্র বনেই পাওয়া যায়। বন্যপ্রাণীর মধ্যে উল্ল্যেখযোগ্য আরও রয়েছে মুখপোড়া হনুমান, চশমাপরা হনুমান, উল্লুক, মায়া হরিণ, মেছোবাঘ, দেশি বন শুকর, গন্ধগোকুল, বেজি, সজারু ইত্যাদি। কোবরা, দুধরাজ, দাঁড়াশ, লাউডগা প্রভৃতি সহ বনে আঠারো প্রজাতির সাপের দেখা পাওয়া যায়।[]

রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়াশ্রমে আছে আধা ঘন্টা, এক ঘন্টা তিন ঘন্টার তিনটি ট্রেইল বা পথ। প্রতিটি ছবির মতো সুন্দর আর সাজানো। অভয়ারণ্যের ভেতরে আছে সুউচ্চ একটি পর্যবেক্ষণ টাওয়ার। টাওয়ারের মাথাটি বনের উঁচু উঁচু গাছগুলোর মাথা ভেদ করে আকাশে উঁকি মেরেছে। সেখানে দাঁড়িয়ে তাই দেখা যায় বনের ভেতরের দূর-দূরান্তের দৃশ্যাবলী। টাওয়ারের নিচেই আছে আঁকাবাঁকা একটি লেক। 

বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের জীবনধারাও দেখা যেতে পারে এখানে। রেমা-কালেঙ্গা বনের ভেতরেই আছে চারটি আদিবাসী সম্প্রদায়ের বসবাস। ত্রিপুরা সম্প্রদায়ের কয়েকটি পাড়া আছে বনের ভেতরেই। এছাড়াও সাঁওতালতেলুগু উড়ং আদিবাসীরও বসবাস আছে।

রেমা-কালেঙ্গা বনের ভেতরে বিজিবি ক্যাম্প ফেলে কিছুদূর সামনে এগুলেই পাওয়া যাবে মুক্তিযদ্ধে শহীদ নায়েক আব্দুল মান্নান বীর উত্তমের কবর। তিন নম্বর সেক্টরের এই যোদ্ধা ১৯৭১ সালের ২৪ সেপ্টেম্বর পাক হানাদারদের সঙ্গে সম্মুখ যুদ্ধে এখানেই শহীদ হন। তাঁর কবরের পাশের বিশাল সেগুন গাছের শরীরে এখনও দেখা মেলে পাক হানাদারদের সেদিনের গুলির চিহ্ন।

 

কীভাবে যাবেন

রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে দুভাবে যাওয়া যায়। ঢাকা থেকে সিলেটগামী বাস কিংবা ট্রেনে চড়ে নামতে হবে শায়েস্তাগঞ্জ। সেখান থেকে অটোরিকশা চেপে যেতে হবে কালেঙ্গা। বাসে সায়েস্তাগঞ্জের ভাড়া আড়াইশ থেকে ৩শটাকা।

শায়েস্তাগঞ্জে থামে সিলটগামী আন্তঃনগর ট্রেন উপবন এক্সপ্রেস। বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ১০টা মিনিটে ছাড়ে এই ট্রেন। ভাড়া ১২০ থেকে ৬৭৩ টাকা। শায়েস্তাগঞ্জ থেকে কালেঙ্গার বেবি টেক্সি ভাড়া ৫শথেকে ৬শটাকা।

কালেঙ্গা যাওয়ার অন্য পথটি হলঢাকা থেকে বাস কিংবা ট্রেনে শ্রীমঙ্গল। সেখান থেকে জিপে চড়ে কালেঙ্গা। শ্রীমঙ্গল থেকে গেলে  জঙ্গলের ভেতরের দীর্ঘ পথটি চলতে ভালো লাগবে সবার।

 

কোথায় থাকবেন

কালেঙ্গায় থাকার জন্য আছে বন বিভাগের বিশ্রামাগার। সেখানে অবস্থান করতে হলে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার অনুমতি লাগবে। তবে এই জায়গায় থাকার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা হল নিসর্গ তরফ হিল কটেজ (০১৭৩১৯৭৭৮০৭) এর পরিচালক আব্দুর রহমান লাশু। রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়াশ্রমের প্রধান প্রবেশ পথের পাশে অবস্থিত কটেজের তিনটি কক্ষে আট জন থাকা যায়। বড় দুটি কক্ষের ভাড়া এক হাজার টাকা আর ছোটটির ভাড়া ৭শটাকা। প্রতিবেলা খাবারের খরচ জনপ্রতি ২শটাকা। আর সকালের নাস্তা ৬০ টাকা। 

 

প্রয়োজনীয় তথ্য

রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে ভ্রমণে অবশ্যই সঙ্গে গাইড নেওয়া উচিত। ইকো গাইড স্বপন (০১৭৫৬৯১৪৪৬০) এখানকার দক্ষ গাইডদের একজন। আগে থেকে যোগাযোগ করলে সায়েস্তাগঞ্জ কিংবা শ্রীমঙ্গল থেকেই পর্যটকদের নিয়ে আসার ব্যবস্থা করেন তিনি।

 

ছবিতে রেমা-কালেঙ্গা অভয়ারণ্যেঃ






















1 comment:

  1. আমি ইভা মনি, 📞01726673176📞
    টাকার বিনিময়ে ভিডিও ও অডিও কলে কাজ করি,
    ১ ঘন্টা ১৫০০ টাকা ভিডিও কলে
    ১ ঘন্টা ১০০০ টাকা অডিও কলে
    সরকারি করি, পরিচিত দের সাথে,
    মোবাইল নাম্বার 📞01726673176 📞
    টাকা পাঠাবেন, বিকাশ,নগদ,রকেট পারসোনাল নাম্বার,
    তোমরা কাজ করলে নাম্বার যোগাযোগ করবা,বা WhatsApp ও imo তে যোগাযোগ করবা নাম্বার 🌺 01726673176🌺 হুদাই কেও ডিস্টার্ব করবা না 😑


    আমি ইভা মনি, 📞01726673176📞
    টাকার বিনিময়ে ভিডিও ও অডিও কলে কাজ করি,
    ১ ঘন্টা ১৫০০ টাকা ভিডিও কলে
    ১ ঘন্টা ১০০০ টাকা অডিও কলে
    সরকারি করি, পরিচিত দের সাথে,
    মোবাইল নাম্বার 📞01726673176 📞
    টাকা পাঠাবেন, বিকাশ,নগদ,রকেট পারসোনাল নাম্বার,
    তোমরা কাজ করলে নাম্বার যোগাযোগ করবা,বা WhatsApp ও imo তে যোগাযোগ করবা নাম্বার 🌺 01726673176🌺 হুদাই কেও ডিস্টার্ব করবা না 😑


    আমি ইভা মনি, 📞01726673176📞
    টাকার বিনিময়ে ভিডিও ও অডিও কলে কাজ করি,
    ১ ঘন্টা ১৫০০ টাকা ভিডিও কলে
    ১ ঘন্টা ১০০০ টাকা অডিও কলে
    সরকারি করি, পরিচিত দের সাথে,
    মোবাইল নাম্বার 📞01726673176 📞
    টাকা পাঠাবেন, বিকাশ,নগদ,রকেট পারসোনাল নাম্বার,
    তোমরা কাজ করলে নাম্বার যোগাযোগ করবা,বা WhatsApp ও imo তে যোগাযোগ করবা নাম্বার 🌺 01726673176🌺 হুদাই কেও ডিস্টার্ব করবা না 😑

    ReplyDelete

রেমা কালেঙ্গা যেন প্রকৃতির সাথে মিতালী

রেমা কালেঙ্গা যেন প্রকৃতির সাথে মিতালী         রেমা – কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং বন...